সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে একজন নিহত, আহত ৩
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হোসেন (২০) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টায় শ্রীনগর-মুন্সিগঞ্জ সড়কের মোস্তফাগঞ্জ মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শহিদের ছেলে মোটসাইকেল চালক বিল্লাল (১৭), ইজিবাইকের যাত্রী টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ (৩৫) ও মোস্তফাগঞ্জ এলাকার আবুল শেখের ছেলে আলমগীর (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল যাত্রী এনামুল মারা যায়। এসময় ইজিবাইকটি পাসের খাদে পড়ে গেলে যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। নিহত এনামুল হোসেন শেরপুর জেলা মন্টু হোসেনের ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারও পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।