সিলেটে ইয়াবার বিশাল চালানসহ দুইজন আটক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের গোলাপগঞ্জ থেকে ইয়াবার বিশাল চালানসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার বুঝবন গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে বুলবুল আহমেদ (৫০) ও মৃত রুবেল আহমদের মেয়ে শোভা আক্তার (২২)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, আটককৃতদের কাছ থেকে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে।