সিলেটে পাঁচ দিনেও অধরা ছাত্রদল নেতার ‘খুনি’ যুবদলকর্মী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে ছাত্রদল নেতার ‘খুনি’ যুবদলকর্মীকে পাঁচদিনেও ধরতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের পাঁচদিন পেরিয়ে গেলেও পুলিশ প্রধান অভিযুক্তর অবস্থান সনাক্ত করতে পারেননি। এনিয়ে দলের নেতাকর্মী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
গত ১৮ নভেম্বর কানাইঘাট পৌর শহরে যুবদলকর্মী রাজু আহমদ ক্ষুর দিয়ে পেটে আঘাত করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মুমিনকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর থেকে যুবদলকর্মী রাজু পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, রাজু ও মুমিন উভয়ে কানাইঘাট বাজারে ব্যবসা করেন। দুইজন বন্ধু ছিলেন। সম্প্রতি তাদের মধ্যে মনমালিন্য হয়। এর জের ধরে ১৮ নভেম্বর উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করে। অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়। হত্যাকান্ডের পর কানাইঘাট ছুটে যান জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরীসহ দলের নেতারা। তারা হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় রাজু আহমদকে প্রধান আসামি করে ৫-৬ জনকে আসামি করে নিহতের পিতা তাজ উদ্দিন থানায় মামলা করেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজুকে ধরতে পারেনি পুলিশ।
কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।