সিলেট ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

সিলেট ব্যুরো

সিলেট নগরীর শিবগঞ্জে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় ওই ব্যবসায়ীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর শিবগঞ্জস্থ সেবা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী আরজু মিয়া (৩০) শাহজালাল উপশহরের সি ব্লকের ৪৪নং সড়কের ৬৫ নম্বর বাসার আবদুল হাশেমের ছেলে। তিনি উপশহর এবিসি পয়েন্টে বালু-পাথরের ব্যবসা করেন।
জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে আরজু মিয়াকে ছুরিকাঘাত করে সাথে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights