সিলেট থেকে ঢাকামুখী প্রতিটি বাস যাত্রীতে পূর্ণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাজধানীর নয়াপল্টনে সমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে গ্রেফতার আতঙ্কে ভুগছিলেন সিলেটের নেতা-কর্মীরা। পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করতে পারে এমন আশঙ্কায় অভিনব পন্থা অবলম্বন করেন তারা। কেউ পাসপোর্ট ও এয়ারটিকিট সঙ্গে নিয়ে, কেউ আবার চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে রওনা হন ঢাকার উদ্দেশে। কেউবা গাড়িতে নৌকার স্টিকার লাগিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হন। এমন কৌশল অবলম্বন করেই তারা পৌঁছান ঢাকায়। গতকাল তারা এভাবেই দলীয় কর্মসূচিতে অংশ নিতে যান।

জানা যায়, বিএনপির সমাবেশ কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সিলেট থেকে ঢাকামুখী প্রতিটি বাস যাত্রীতে পূর্ণ ছিল। এই কয়েকদিন বাসের টিকিট বিক্রি স্বাভাবিক দিনের চেয়ে বেশি ছিল বলে জানান সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম। সূত্র জানায়, গত কয়েকদিন ধরে সিলেট থেকে ট্রেন, মাইক্রোবাস ও বিমানে টিকিট কেটে অনেক নেতা-কর্মী ঢাকায় যান। কেউ কেউ বাধা এড়াতে বিমান ও বাসের টিকিট চড়ামূল্যে কাটেন। কিন্তু ঢাকায় যাওয়ার পথে গ্রেফতার হওয়ার ভয়ে ভিন্ন পন্থা অবলম্বন করেন অনেক নেতা-কর্মী। কেউ কেউ বিদেশযাত্রী সেজে সঙ্গে পাসপোর্ট ও এয়ার টিকিট নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। আর কেউ কেউ সঙ্গে নিয়ে যান চিকিৎসকের ব্যবস্থাপত্র। আর প্রাইভেট গাড়ি নিয়ে যারা ঢাকা গেছেন তাদের অনেকেই নিজেদের গাড়ির সামনে-পেছনে নৌকার স্টিকার লাগিয়ে যান। রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির মুখে পড়লে তারা নিজেদের আওয়ামী লীগের কর্মী ও শান্তি সমাবেশে অংশ নিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান। এভাবেই বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকার সমাবেশে সিলেট থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন বলে দাবি করেন সিলেট বিএনপির নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights