সিলেট বিমানবন্দর থেকে যুবলীগের দুই নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বিদেশে পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনেসহ দুই যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয়। তারা সৌদি আরব যেতে চেয়েছিলেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান।

আটকরা হলেন-সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনে ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান, যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে সিলেট বিমানবন্দরে যান। বিকাল ৫টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights