সিসিক সাবেক মেয়রের বাসায় ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

দুইটি ককটেলের মধ্যে একটি তাঁর বাসার ভেতরে এবং অপরটি বাসার সামনের গেটে বিস্ফোরিত হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরিফুল হক বাসায় ছিলেন না। ঘটনার খবর শুনে তিনি বাহির থেকে বাসায় আসেন।

আরিফুল হক জানান, বাসার সিসিটিভি ফুটেজে দেখেছেন তিনজন যুবকের মধ্যে দুইজন ককটেল নিক্ষেপ করছে এবং অপরজন ভিডিও ধারণ করতেছে। অথচ তার বাসার সামনে মেইন পয়েন্টে সকাল থেকে পুলিশ সদস্যরা রয়েছেন।
তিনি বলেন, পরিবার নিয়ে বাড়িঘরে থাকা নিরাপদ না। সিলেটে কখনো এই পরিবেশ ছিল না যে, নেতাদের বাড়িঘরে হামলা হবে? নগরবাসীর কাছে বিচার চেয়ে আরিফ বলেন, আমার কী অপরাধ? এমন ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights