সুদানে মার্কিন কূটনৈতিক বহরে হামলা

অনলাইন ডেস্ক

সুদানে সোমবার যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক বহরের ওপর হামলা চালানো হয়েছে, তবে এতে কেউ আহত হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাপানে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্লিনকেন জানান, এটা উন্মাদনারমূলক কর্মকাণ্ড। এটা দায়িত্বজ্ঞানহীন ও অনিরাপদ আচরণ।

দুই গ্রুপের সংঘর্ষে সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল হয়ে পড়ছে আফ্রিকার দেশটি।
এর আগে সুদানে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর আইডান ও’হারাও খার্তুমের নিজ বাড়িতে নির্যাতনের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জাতিসংঘের হিসেব মতে, চলমান সংঘর্ষে সুদানে এরইমধ্যে ১৮৫ জনের জীবন গেছে। আহত হয়েছেন আর ১৮শ’ জনের বেশি মানুষ।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী উভয় পক্ষই খার্তুমের গুরুত্বপূর্ণ স্থান নিজেদের দখলে নেওয়ার দাবি করছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights