সুনামগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল, আটক ১০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মিছিল করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে ছাতক-সুনামগঞ্জ সড়কের পেপার মিল এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছলটি মিনি মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
এ সময় তিনি বলেন, নির্দলীয় সরকার প্রতিষ্ঠার একদফা আন্দোলনে বিজয় না আসা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।
এদিকে, মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ৷