সুনামগঞ্জে আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিল
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে আওয়ামী লীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
সাবেক ছাত্রলীগ নেতা অভিজিৎ চৌধুরী টিংকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সহ-সভাপতি লিখন আহমেদ প্রমুখ। এসময় বক্তারা বিএনপির অবরোধ প্রতিহত করার ঘোষণা দেন।