সুন্দরবন সংলগ্ন শ্যামনগরে নদ-নদীতে পানি বৃদ্ধি
সাতক্ষীরা প্রতিনিধি:
গত তিন দিনের ভারি বর্ষণ ও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি এবং বঙ্গপোসাগরের সৃষ্ট নিন্মচাপের কারণে সুন্দরবন সংলগ্ন সকল নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। নদী জোয়ারের তীব্র স্রোতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজার স্লুইচ গেটটি দেবে গেছে।
যে কোন মূহুর্তে খোলপেটুয়া ও চুনা নদীর জোয়ারের পানির তীব্র স্রোতে স্লুইচ গেটটি ধ্বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে যান চলাচলে চরম ঝুঁকির মধ্যে রয়েছে বিজিবি নীলডুমুর ক্যাম্প, নৌ-থানা, বুড়িগোয়ালিনী ফরেস্ট ক্যাম্পসহ স্থানীয় বসবাসকারি বাসিন্দা ও এলাকাবাসী। ভারি বর্ষণ ও নিন্মচাপে সুন্দরবনের বঙ্গপোসাগর সংলগ্ন পশুর, আড়পাংশা, মাল , খোলপেটুয়া, কপোতাক্ষ ও চুনা নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। আংশিক ঝুঁকির মধ্যে রয়েছে গাবুরা,পদ্মপুকুর,বুড়িগোয়ালিনী,আটুলিয়া, মুন্সিগঞ্জ এলাকার ভেড়িবাঁধগুলো।
শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও মোঃ আক্তার হোসেন জানান, মুন্সিগঞ্জ বাজারের স্লুইচ গেটে ফাটল দীর্ঘ দিনের। সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে কিছু দিন আগে বলা হয়েছিল। গত দুই দিনের বৃষ্টিতে স্লুইচ গেইটটি সামান্য দেবেগেছে। ঝুঁকির মধ্যে মানুষ চলাচল করছে। তাছাড়া কোথাও কোন ভাঙ্গন ও দুর্ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। মোটামুটি সব কিছু স্বাভাবিক রয়েছে। নদ-নদীর পানি স্বাভাবিক জেয়ারের চেয়ে দুই থেকে তিন ফিট বৃদ্ধি পেয়েছে।