সুন্নি ইত্তেহাদেরও পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে
অনলাইন ডেস্ক
সুন্নি ইত্তেহাদেরও পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খানের দল পিটিআই-সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা যোগ দিয়েছে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি)। আর এর ফলেই পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের সংরক্ষিত আসনের ভাগীদার হতে পারে জোটটি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) আগের কার্যক্রম অনুযায়ী সুন্নি ইত্তেহাদের জন্যও সম্ভাবনা তৈরি হয়েছে।
ইসিপির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন কমিশনের অতীতের দৃষ্টান্ত থেকেই সুন্নি ইত্তেহাদ কাউন্সিল সংরক্ষিত আসনের ভাগীদার হতে পারে। নারী ও সংখ্যালঘুদের জন্য থাকা সংরক্ষিত আসন থেকে ২৩টি পেলে জাতীয় পরিষদে সুন্নি ইত্তেহাদের মোট সদস্যের সংখ্যা হবে ১০৪।
জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংরক্ষিত মোট ২২৬টি নারী আসনের মধ্যে ৭৮টির বরাদ্দ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর এসব আসন সুন্নি ইত্তেহাদের পাওয়ার কথা।