সুবর্ণচরে রিগ্যাল ফার্নিচার শো-রুমের উদ্বোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরবাটা খাসেরহাট বাজারে দেশের শীর্ষ স্থানীয় ফার্নিচার কোম্পানী “রিগ্যাল ফার্নিচার” এর শো রুম উদ্বোধন করা হয়েছে।

৩০ জানুয়ারী (সোমবার) বিকেল ৪ টায়, খাসেরহাট বাজার, মাষ্টার পাড়ায় অবস্থিত ভবনে রিগ্যাল ফার্নিচারের উদ্বোধন করা হয়।

শো রুমের মালিক ভাই ভাই স্টিল ফার্নিচারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ হোসেন এর সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রিগ্যাল ফার্নিচার এর সিও মোঃ সফিউল আলম, বিশেষ অতিথি ছিলেন, রিগ্যাল ফার্নিচার এর ডিএসএম সুব্রত সরকার, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আতিক উল্যাহ সুজন, রিগ্যাল ফার্নিচারের টিএসও সুলতান মাহমদু, ইঞ্জিনিয়ার সুকেশ বিশ্বাস, বিশ্বজিৎ সরকার।

অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাষ্টার পাড়া স্পোটিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, বিশিষ্ঠ সমাজ সেবক ফয়সাল আকাশ প্রমূখ।।

বক্তারা বলেন, গ্রাহক চাহিদার কথা মাখায় রেখে বর্তমানে সহনীয় মূল্যে বিভিন্ন পণ্যের দাম সহনীয় রেখেছেন। বক্তার রিগ্যাল ফার্নিচার ক্রয় এবং শো রুম পরি দাবী করেন এবং টেকসই এবং রুচিশীল রিগ্যাল ফার্নিচার সাথে থাকার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights