সুবর্নচরে যৌতুকের দাবীতে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় বেঁধে নির্যাতনের অভিযোগ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে যৌতুকের দাবীতে গৃহবধুকে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন আহত গৃহবধুর পরিবার।
গতকাল শুক্রবার ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্ধা নিজামুল হক ওরপে লাভেগো নেজামের বাড়িতে।
আহত ২ সন্তানের জননী নয়না আক্তার বলেন, ২০১৮ সালে নিজামুল হকের পুত্র ফজলুল হকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফজলু বেকার কোন কাজ কাম করেনা, ব্যবসার কথা বলে প্রায় দেড় লাখ টাকা আমার বাবার কাছ থেকে নেন, কিন্তু সে টাকা দিয়ে ব্যবসা না করে তিনি খরচ করে পেলেন, এ নিয়ে প্রতিবাদ কলে ফজলু প্রায় তাকে শারীরিক ভাবে নানা নির্যাতন করে আসছিলো ঘটনার দিন শুক্রবার নয়না বেগম দেবর তার বাবার বাড়িতে গেলে তার বাবা বলেন আমার মেয়েকে নিয়ে আসোনি কেন এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি তখন শ্বশুর বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে নয়না আক্তারকে ঘরে বেঁধে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখন করেন। পরে নয়নার বাবা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় উপযুক্ত বিচার চান নয়না এবং তার বাবা আজহার উদ্দিন।
অভিযুক্ত ফজলুর ছোট ভাই মারধরের কথা স্বিকার করে বলেন, আমার ভাই কাজ কাম করেনা, তার মাথায় একটু সমস্যা আছে এজন্য আমার ভাবী প্রায় ঝগড়াঝাটি করে।
ঘটনার দিন আমার ভাই আসার সামনে আমার ভাবীকে লাঠি দিয়ে একটি বাড়ী দেন সেটি আমি দেখেছি পরে তাতের মধ্যে কি হয়েছে আমি জানিনা।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস বলেন এঘটনা শুনিনি তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্খা নেয়া হবে।