সুষ্ঠু ভোটদানে প্রশাসন ভূমিকা না নিলে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ : সাইফুদ্দিন মিলন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৭ আসনের জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, সরকার দলীয় প্রার্থীরা ইতিমধ্যে এলাকায় প্রভাব বিস্তার করছে। লাঙ্গলের সমর্থক ও কর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। ভোটার স্লিপ বিতরণ করতে দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনকে অভিযোগ করলেও কোনো কাজে আসেনি। প্রশাসন যদি ভোটকেন্দ্র পাহারা না দেয়, নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে ঢাকা-৭ আসনের প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

মঙ্গলবার বিকালে চকবাজারে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে দিনব্যাপী তিনি পুরান ঢাকার আমলীগোলা, লালবাগ রোড, আজিমপুর ছাপড়া মসজিদ, ছোট্ট কাটারা, চানখারপুল, নাজিম উদ্দীন রোড, বকশীবাজার, আবুল হাসনাত রোড, আগামসী লেন এবং উর্দু রোড এলাকায় লাঙলের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

হাজী মিলন বলেন, পুরান ঢাকাবাসী সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা চায়। পরিবর্তন চায়। তাই তারা এবার লাঙ্গলে ভোট দিতে ঐক্যবদ্ধ। আমি যেখানেই গণসংযোগ এবং প্রচারণা চালাচ্ছি হাজার হাজার নারী পুরুষের সমর্থন পাচ্ছি। কিন্তু সাধারণ ভোটাররা অবাধ ও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত। তারা মনে করছেন তাদের প্রদত্ত ভোট ছিনতাই হয়ে যাবে।
গণসংযোগকালে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে হাজী মিলনের সঙ্গে জাতীয় যুব সংহতির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক দ্বীন ইসলাম, ঢাকা মহানগর জাপা নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights