সেই সাজ্জাদের তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ফেইসবুক লাইভে এসে ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের তথ্য ও গ্রেফতারে সহায়তাকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। সাজ্জাদ হোসেন (২৫) হাটহাজারী থানার শিকারপুরের জামালের ছেলে।

সিএমপির মিডিয়া থেকে এক বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা করা হচ্ছে যে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যারা ওই শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে গ্রেফতারে পুলিশকে সহায়তা করবে তাকে-তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতার-তথ্যদাতার-গ্রেফতারের সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

গত ২৮ জানুয়ারি রাতে ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন সাজ্জাদ। ফেসবুক লাইভে সাজ্জাদ হুমকি দিয়ে বলেন, “তোর (ওসি) যদি শাস্তি না হয়, আমি তোকে কুত্তার মতো পেটাব। অক্সিজেন থেকে বায়েজিদ পর্যন্ত কুত্তার মতো ন্যাংটা করে পেটাব। কোর্টের রায় আসা পর্যন্ত তোরা টিকে থাকবি। যেখানেই থাকস আমি পেটাব। প্রয়োজনে আমি মরে যাব, তোদেরকে মেরে। তবুও আমি হার মানব না। দেখি, তোদের জোর বেশি না আমার। আরিফ তুই প্রস্তুত থাকিস। তোর উচ্চপদস্থ যারা আছে তাদেরকে বলিস।”

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights