সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবি
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলসহ রাষ্ট্রীয় ছয়টি চিনিকল বন্ধের ৪ বছর ও সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
রবিবার বিকাল ৩টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
বক্তারা বলেন, সেতাবগঞ্জ চিনিকলটি আবারও চালু হোক, এটি বোচাগঞ্জ উপজেলাবাসীর প্রাণের দাবি। এই চিনিকল আমাদের মা, তাই আমাদের মাকে রক্ষা করতে যতক্ষণ বুকে রক্ত আছে, ততক্ষণ আমরা আন্দোলন করে যাব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সফিকুল আলম, নওশাদ আলী, এম ওয়ালী ফ্লাড, জামায়াত নেতা কাজী নুর আলম, ছাত্রনেতা ফয়সাল মোস্তাক, ফাহাদ চৌধুরী, চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোহা বাপন, লিমন খন্দকারসহ অন্যান্যরা।