সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব : তাসকিন

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের পর্দা উঠছে আগামী ৩০ আগস্ট। হাইব্রিড মডেলের এই আসরে পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কাও আয়োজক হিসেবে রয়েছে। উদ্বোধনের পরদিন শ্রীলঙ্কার পাল্লেকেলেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

সেই ম্যাচের আগে আজ রবিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা। রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দয়া কইরেন যে ভালো করতে পারি।
তিনি আরও বলেন, চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights