সোনামসজিদ বন্দর দিয়ে ভারত থেকে এলো আলু-পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এক দিন বন্ধ থাকার পর আজ বুধবার দুপুর থেকে আবারও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

এদিকে ভারত থেকে আলু-পেঁয়াজ বন্ধের খবরে গতকাল মঙ্গলবার থেকে জেলাজুড়ে আলু ও পেঁয়াজের দাম কিছুটা বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা ও আলুও ১০-১৫ টাকা। তবে আজ থেকে
আমদানি শুরু হলেও বাজারে দাম কমার তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান ক্রেতা-বিক্রেতারা।

এদিকে সোনামসজিদ স্থলবন্দর পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, গতকাল সকাল থেকে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। তবে আজ দুপুর থেকে আবারও আমদানি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights