স্কুলছাত্রীর হত্যাকারী সৎ মায়ের ফাঁসির দাবিতে কসবায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের (১২) হত্যাকারীর ফাঁসির দাবিতে কসবায় বিক্ষোভ করেছে সহপাঠীরা। সোমবার দুপুরে ঘাতক সৎ মায়ের ফাঁসির দাবিতে আঙ্গুরা-বাশার বালিকা উচ্চ বিদ্যালয়সহ এলাকার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িত সৎ মা শারমিন আক্তারকে গ্রেফতার এবং রিমান্ডে এনে মেয়ে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করায় পুলিশ প্রশাসন ও আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ওই সৎ মায়ের ফাঁসির দাবি করেন।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, পুলিশের পক্ষ থেকে এ নির্মম হত্যাকাণ্ডের বিচারের জন্য দ্রুত চার্জশীট প্রদান করা হবে। খুনী শারমিন আক্তার কোনো প্রকার ছাড় পাবে না।
উল্লেখ্য, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সহপাঠিদের সঙ্গে গত ২০ ফেব্রুয়ারি বিকেলে ফুল কিনতে সৎ মায়ের কাছে টাকা চেয়েছিলো সুমাইয়া। টাকা না দিয়ে মা কন্যার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে দিবাগত রাতে নির্মমভাবে সৎ মায়ের হাতে খুন হন সুমাইয়া। সুমাইয়া আক্তার আলহাজ্ব আঙ্গুরা বাশার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights