‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করছেন ইসি কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা-কর্মচারী।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১ পর্যন্ত কর্মবিরতি পালন করছেন কর্মকর্তারা। এর ফলে এই দুই ঘণ্টা সারাদেশে বন্ধ থাকছে এনআইডি সেবা।
ঢাকার আগারগাঁওয়ে কর্মবিরতি পালনকারী কর্মকর্তারা জানান, আগামী মঙ্গলবারের মধ্যে দাবি আদায় না হলে বুধবার অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন ইসির কর্মকর্তারা।