স্ত্রীর গল্প লিখতে গিয়ে চরম বিপাকে প্রসেনজিৎ

অনলাইন ডেস্ক

ময়ুরাক্ষী ও রবিবার এর মতো দর্শকপ্রিয় ছবিতে তাঁদের যুগলবন্দি উপহার পেয়েছে দর্শক। আরও একবার ফিরছেন সেই পরিচালক-অভিনেতা জুটি। অতনু ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার আরো একটি ছবিতে একসঙ্গে কাজ। নাম ‘শেষ পাতা’।

এই ছবিতে লেখকের ভূমিকায় ধরা দেবেন প্রসেনজিৎ। তার চরিত্রের নাম বাল্মিকী। নামজাদা সেই লেখকের স্ত্রীকে খুন করা হয় ৩০ বছর আগে। সেই ঘটনাটি নিয়ে তাকে একটি বই লিখতে অনুরোধ করে এক প্রযোজনা সংস্থা। তার জন্য অগ্রিম ৪০ হাজার টাকাও দেওয়া হয় তাঁকে। কিন্তু তাল কাটে এর পরেই। স্ত্রীকে নিয়ে সেই বই লিখে উঠতে পারে না বাল্মিকী।

লেখকের থেকে সেই অগ্রিম টাকা আদায়ের জন্য শৌনক নামে এক এজেন্ট নিযুক্ত করে সেই প্রকাশনা সংস্থা। টাকা আদায়কারী সেই এজেন্টের চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। বাল্মিকী তার পরিস্থিতির কথা সেই এজেন্টকে জানায়। শারীরিক অসুস্থার কারণেই যে বইটি লিখে উঠতে পারেনি, তাও বলে। এরপরেই ছবিতে গার্গী রায়চৌধুরীর আগমন। তাঁর চরিত্রের নাম মেধা। বাল্মিকীর সহকারীর ভূমিকায় অভিনয় করবেন গার্গী। লেখক তাঁর গল্প বলে যাবে, সাদা পাতায় লেখার দায়িত্ব থাকবে মেধার কাঁধে।
এই গল্প লেখার মাঝেই ঘুরে যাবে গল্পের মোড়। নিজেদের উদ্দেশ্য পূরণের চেষ্টায় কোন পথে হাঁটবে তিন চরিত্র? বাল্মিকীর গল্পের শেষ পাতাতেই বা থাকবে কোন চমক? এ রকম অজস্র প্রশ্নের উত্তর দেবে অতনুর ‘শেষ পাতা’।

ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘বলা হয়, ঋণ শোধ করতে পারলেই তুমি মুক্ত। সেই ঋণ এবং সেটি শোধের পর যে মুক্তির স্বাদ মেলে, তাই আমার ছবির অন্যতম প্রধান স্তম্ভ।’ চলতি বছরের পয়লা বৈশাখে মুক্তি পাবে ছবিটি।

সূত্র : নিউজ এইটটিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights