স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটার কাকচিড়া লঞ্চঘাট এলাকায় মাদক বিরোধী অভিযানে র্যাব-৮ গাঁজা বিক্রির প্রস্তুতির সময় ১১ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে।
র্যাব -৮ এর পটুয়াখালী ক্যাম্পের সহকারী সিনিয়র পুলিশ সুপার নাজমুল হকের নেতৃত্বে সকাল ৯টার দিকে অভিযানে আটককৃতরা হচ্ছে, মোঃ জালাল মিয়া(২৪) মোঃ রফিকুল ইসলাম (৩০) ও তার স্ত্রী হাজেরা বেগম(২৬)। গ্রেফতারকৃতদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা গ্রামে।
আজ বিকালে র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন মাদক পরিবহন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। ৩ জন বরগুনার পাথরঘাটায় মাদক বিক্রি করতে এসেছে সোর্সের মাধ্যমে এ খবর পেয়ে বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দকৃত গাঁজার বাজার মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
র্যাব বাদী হয়ে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।