‘স্বৈরাচারী আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে’

খাগড়াছড়ি প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগসহ শক্তিশালী একটি মহল জনগণ থেকে দূরে রাখতে বিএনপির জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।

বুধবার শহরের কলাবাগান এলাকায় নিজ বাসভবনে সমসাময়িক বিষয় ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন তিনি। এসময় জেলার সাংবাদিকদের এসব কথা বলেন ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, পতিত সরকারের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে জেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। একইসাথে পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত করার জন্য উসকানি দিচ্ছে।
ওয়াদুদ ভূইয়া বলেন, সম্প্রতি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া একটি বক্তব্যের ভিডিও এডিট করে খণ্ডিত অংশ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এসব ভুয়া ফেক আইডি থেকে প্রচারিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এ নিয়ে একটি মামলাও করা হয়েছে দীঘিনালা থানায়। এতে একজন গ্রেফতার হয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, আব্দুর রব রাজা ও আবু তালেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights