স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিন : আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজমত উল্লাহ খানের মত মেধাবী, সৎ, সুশিক্ষিত আধুনিক নেতা দরকার। তাই আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করার কোন বিকল্প নেই।

রবিবার বিকালে গাজীপুর গাছা থানার ৩৭নং ওয়ার্ডে গণসংযোগ শেষে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিন আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নয় বিশ্বনেতাদেরও অনুপ্রেরণা। বিশ্ব ব্যাংক, আইএমএফ আজ আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। তার নেতৃত্বে চলমান উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বাবু নির্মল চ্যাটার্জি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ্, গাছা থানা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মহি, সাধারণ সম্পাদক হাজী আদম আলী, লিটন মোল্লা, ইত্তেখাইরুল আলম, মো. আলী, সালাহউদ্দিন মোল্লা, মশিউর রহমান, হাজী বোরহান, হাজী আখতার আলী, ইসমাইল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights