হত্যাচেষ্টা মামলার দুই আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের পাহাড়তলী থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি মো. শামছুল আলম রানা ও ফজলুল কাদের রাজুকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার দিবাগত রাত ২টায় নগরীর আকবর শাহ থানার রেলওয়ে আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃতরা পাহাড়তলী সিগন্যাল কলোনির বাসিন্দা।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম জানান, গত ১৮ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে পাহাড়তলী এলাকার মো. শামছুল আলম রানা প্রকাশ রানা মির্জা এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মো. আলাউদ্দিনকে মারধর করে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি মো. ফারুক বাদী হয়ে পাহাড়তলী থানায় সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতমনামা ২-৩ জনকে আসামি করে মামলা করেন। মামলার সূত্র ধরে আকবর শাহ থানাধীন রেলওয়ে আবাসিক এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়।