হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে এ রায় প্রদান করেন কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মজিবুর রহমান মীর (৬৫), হাবিবুর রহমান (৬৩), মুখলেছ (৩২), শামীম (৪০), আরিফ (৩১), রানা (২৫), আমিনুল (৩৭), আব্দুর রাশিদ (৫৫), ফাইজুল (৫০), মনির (২৯), শাহীন (৪০), হাদিস (৫০) ও কামরুল (২৯)। আসামিদের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন এবং পলাতক ছিলেন আসামি কামরুল।

কিশোরগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমির সীমানা নির্ধারণ নিয়ে মামলার বাদী করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মীরপাড়া গ্রামের আইন উদ্দিনের সঙ্গে আসামি ফাইজুল ও হাদিসদের বিরোধ চলছিল। ২০২০ সালের ১০ এপ্রিল বিকালে সীমানা নির্ধারণের জন্য বাদী জমিতে গেলে আসামিদের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় আসামিরা বাদীকে খুন-জখমের হুমকি দেয়। এর কিছুক্ষণ পর বাদীর বড় ভাই মনির মিয়া বাড়িতে আসার পথে আসামিরা তাকে ঘেরাও করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। আসামিরা মনির মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে বাদী আইন উদ্দিনসহ অন্যরা এগিয়ে গেলে আসামিরা তাদের ওপরও হামলা চালিয়ে জখম করে।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে মনির মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে নিহত মনিরের ছোট ভাই আইন উদ্দিন বাদী হয়ে ১২ এপ্রিল করিমগঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক নাহিদ হাসান সুমন ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights