হত্যা মামলায় ১৭ বছর পর আসামির যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে হত্যা মামলার প্রায় ১৭ বছর পর ইউছুফ বিন আলম (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

দণ্ড পাওয়া ইউসুফ নোয়াখালীর চরজব্বর থানার চর মজিদ এলাকার জহুর আলমের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত ইউসুফকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ এ তথ্য জানিয়েছেন। তবে ইউসুফ পলাতক রয়েছেন বলে জানান তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৫ মে চট্টগ্রাম মহানগরীর পুরাতন স্টেশন রোড এলাকার হোটেল ছোবহান আবাসিকের একটি কক্ষে রিমা নামের এক তরুণীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন ইউসুফ। দুদিন পর ভোরে বাইরে তালা লাগিয়ে ইউসুফ বের হয়ে যান। ওইদিন দুপুরে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে কক্ষের তালা ভেঙে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন সেকেন্দার আলী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৮ সালের ৮ জুন আদালতে ওই মামলায় অভিযোগ গঠন করা হয়। বিচারে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights