হত্যা মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামে হত্যা মামলার এক আসামি ২৬ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম দিদারুল ইসলাম জসিম। শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জসিম রাঙ্গুনীয়া উপজেলার মেহেরুজ্জামানের ছেলে।
র্যাব-৭ সহকারী পরিচালক তাপস কর্মকতার বলেন, একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জসিম ২৬ বছর ধরে পলাতক ছিলেন। দীর্ঘ এ সময় তিনি ছদ্মনাম ধারণ করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তার অবস্থান নিশ্চিত হয় র্যাব। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।