হবিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ফরিদ মিয়া (৪০) নামে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের এক কর্মচারী নিহত হয়েছে।

শনিবার সকালে মহাসড়কের কাউসার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জয়বর্ধন পাড়া গ্রামের মৃত গোলাম আজম তালুকদারের পুত্র। সে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের মিটার রিডার হিবে কর্মরত ছিল বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মইনুল ইসলাম ভূইয়া জানান, সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার জন্য মহাসড়কের কাউসার নগর এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি দ্রতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, ঘাতক গাড়ি ও চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত ফরিদ মিয়া মাধবপুরে বসবাস করতো বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights