হাজারবার ফাঁসি দিলেও হাসিনার অপরাধের বিচার যথেষ্ট হবে না: বরকত উল্লাহ বুলু

বাগেরহাট প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা যে অপরাধ করেছে হাজারবার ফাঁসি দিলেও তার বিচার যথেষ্ট হবে না। শেখ হাসিনা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, গুম করেছে তার বিচার এই বাংলায় করতে হবে। দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তিনি।
রবিবার বিকালে হযরত খানজাহান (রহঃ) দরগা মাঠে বাগেরহাট জেলা বিএনপি জনসভায় প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু আরো জানান দ্রুত সময়ের মধ্যে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোন তালবাহানা মেনে নেয়া হবেনা।

বাগেরহাট জেলা বিএনপি জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড. ওহিদুজ্জামান দিপু, শেখ কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাসুদ রানা, খাদেম নিয়ামিুল নাসের আলাপ, ব্যারিস্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, ওলিউর ইসলাম পল্টু, এ্যাড. ফারহানা জাহান নিপা, মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান প্রমুখ। দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ১৭ বছর পর এই প্রথম বিশাল সমাবেশে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights