হাজারীবাগে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ৭০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক

রাজধানীর হাজারীবাগে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা ৭০ ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর নাম সজল রাজবংশী।

তার পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সজল রাজবংশীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, গুলিতে আহত স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সজল রাজবংশীর ছোটভাই জয় রাজবংশী গণমাধ্যমকে বলেন, তার বড় ভাই সজল রাজবংশী কামরাঙ্গীরচর এলাকার একটি জুয়েলার্সের মালিক। তিনি গতকাল রাতে তার জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে হাজারীবাগের জেলেপাড়ার বাসায় ফিরছিলেন।

জয় রাজবংশী আরও বলেন, বাড়ি ফেরার পথে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলে করে আসা চার-পাঁচজন ব্যক্তি সজল রাজবংশীর পথরোধ করেন। তারা হেলমেট পরিহিত ছিলেন। একপর্যায়ে তারা ফাঁকা গুলি করেন। পরে তারা সজল রাজবংশীর বাঁ পায়ে গুলি করে কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights