হামাস নেতাদের সাথে দেখা করতে কাতারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের সাথে দেখা করতে কাতার সফর করছেন। খবর আরব নিউজ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি গাজা উপত্যকায় ‘১৫ মাসের অনবদ্য প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিজয়কে স্বাগত জানাতে’ হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করবেন।
২০২৩ সালের ৭ অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ করে। তারপর থেকেই ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিচার আক্রমণ শুরু করে ইসরায়েল।
পরবর্তীতে এই লড়াই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তর্ভুক্ত হলে সংঘাত ছড়িয়ে পড়ে।
১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। যার ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত দেয়া হবে। এর বি ১,৯০০ জন – বেশিরভাগ ফিলিস্তিনি – এর বিনিময়ে মুক্তি দেওয়া হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গাজা সংঘাত ইসরায়েলকে “নতজানু” করেছে।
তেহরানে এক বৈঠকে তিনি বলেন, “গাজা ইসরায়েল সরকারকে (যারা অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং আমেরিকার পূর্ণ সমর্থনপ্রাপ্ত) নতজানু করে দিয়েছে।”