১০ জনের আতলেতিকোর সঙ্গে ড্র করল রিয়াল

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার আতলেতিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর আতলেতিকোকে এগিয়ে নেন হোসে হিমেনেস। শেষ দিকে রিয়ালকে সমতায় ফেরান তরুণ ফরোয়ার্ড আলভারো রদ্রিগেস।

৬৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আনহেল কোররেয়া। বিরতির সময় বদলি নেমেছিলেন আতলেতিকোর এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ঘরের মাঠে আক্রমণে অনেক এগিয়ে ছিল রিয়াল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তৈরি করতে পারেনি খুব বেশি সুযোগ। এক পর্যায়ে আতলেতিকো মাদ্রিদ ১০ জনের দলে পরিণত হলেও কাজে সুবিধা লাগাতে পারেনি। উল্টো খেলার ধারার বিপরীতে গোল হজম করে পড়ে গেল শঙ্কায়।
ম্যাচের ৬১তম মিনিটে নিজেদের সেরা সুযোগ পায় আতলেতিকো। ডি বক্সের মাথা থেকে অঁতোয়ান গ্রিজমানের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। চার মিনিট পর বড় একটা ধাক্কা খায় সফরকারীরা। রুডিগারকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন কোররেয়া।

প্রতিপক্ষের একজন কম থাকার সুবিধা কাজে লাগাতে আরেকটু বেশি আক্রমণাত্মক খেলতে শুরু করে রিয়াল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের জন্য কোনো শটই নিতে পারছিল না তারা। অনেকটা খেলার ধারার বিপরীতে ৭৮তম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। গ্রিজমানের ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার হিমেনেস।

৮৪তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। খুব কাছ থেকে তার শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন ওবলাক। সেই কর্নার থেকেই দারুণ হেডে জাল খুঁজে নেন অরক্ষিত রদ্রিগেস।

বাকি সময়ে আতলেতিকোর রক্ষণে প্রবল চাপ তৈরি করলেও জয়সূচক গোলের দেখা পায়নি রিয়াল। এতে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে গেল আনচেলত্তির দল।

২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। তাদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে ১০-এ নিয়ে যাওয়ার সুযোগ আছে বার্সেলোনার। এক ম্যাচ কম খেলা দলটি ৫৯ পয়েন্ট নিয়ে আছে চূড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights