১১ বছরে ৫৩৯৮১০ আমেরিকানের আত্মহত্যা
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
২০২২ সাল পর্যন্ত ১১ বছরে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করেছে ৫ লাখ ৩৯ হাজার ৮১০ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ২০২২ সালে ৪৯ হাজার ৩৬৯ জন আত্মহত্যা করেছে বলে সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) জানায়।
করোনা মহামারির সময় লকডাউনকালে সবচেয়ে আমেরিকান আত্মহত্যা করেছে। করোনা থেকে জেগে উঠার পরিক্রমায় মানসিক অশান্তি, স্বজন হারানোর যন্ত্রণা এবং আর্থিক অনিশ্চয়তা প্রকট আকার ধারণ করায় ২০২১ এবং ২০২২ সালে আত্মহত্যার ঘটনা বেড়েছে বলে চিকিৎসা বিজ্ঞানীরা উল্লেখ করেছেন।
উল্লেখ্য, মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় বাইডেন প্রশাসন গত বছরের জুলাই মাসে জাতীয় ভিত্তিক হটলাইন -৯৮৮ চালু করেছেন। এটি শুধুমাত্র মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়াদের সেবা দিচ্ছে।
সিডিসি সূত্রে আরো জানা গেছে, গত বছর আত্মহত্যাকারির মধ্যে অনেকেই বন্দুকের গুলিতে প্রাণ সংহার করেছে। গত ১১ বছরের মধ্যে সবচেয়ে বেশি আমেরিকান নিজের বন্দুকের গুলিতে মরেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আমেরিকান ইন্ডিয়ান এবং আলাস্কার লোকজন ছিলেন। আত্মহত্যার প্রবণতা যুব-সমাজে বেড়েছে। কৃষ্ণাঙ্গ এবং স্প্যানিশ তরুণ-তরুণীরাও নেশাগ্রস্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ শ্রেণির তরুণ তরুণীর আত্মহত্যার হার ১১ বছরের ব্যবধানে গত বছর বেড়েছে ৩০%।