‘১৬ বছরে রাষ্ট্র কাঠামো ফ্যাসিস্টের খুঁটিতে পরিণত হয়েছিল’

নিজস্ব প্রতিবেদক, যশোর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন বলেছেন, গত ১৬ বছর রাষ্ট্র জনগণের সেবার পরিবর্তে ফ্যাসিস্টের সেবা করেছে। তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর প্রতিটি প্রতিষ্ঠান ফ্যাসিস্টের খুঁটিতে পরিণত হয়েছিল, যার দায়িত্ব ছিল ফ্যাসিস্টকে রক্ষা করা।
মঙ্গলবার দুপুরে যশোরে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এক কর্মশালায় প্রধান আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন তিনি। শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্ত্বরে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে বিএনপির যশোর সদর উপজেলা ও যশোর নগর ইউনিট। কর্মশালায় বিএনপির এ দুই ইউনিটের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা অংশ নেন।

যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ড. মাহাদী আমিন আরও বলেন, বিএনপি ৩১ দফার মাধ্যমের রাষ্ট্র কাঠামোর প্রতিটি ক্ষেত্রে সংস্কার করতে চায়। এর মাধ্যমে জনকল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তবে জনগণের ম্যান্ডেট ছাড়া কোন সংস্কার অর্থবহ হবে না বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights