২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মামুনের কবরে শ্রদ্ধা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধার কবরে শ্রদ্ধা জানিয়েছে দশমিনা ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (২১ আগস্ট) বেলা এগারোটায় পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলীপুরা তার গ্রামের বাড়ির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহদাজা। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন সাবেক বিজিবির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তসলিম সিকদার, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, দশমিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ সাহিন, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন, দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।
এছাড়াও মামুনের স্বজনরাসহ দশমিনা ও গলাচিপা উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মামুনসহ গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights