২৬ বারের মতো এভারেস্টের চূড়ায় পাসাং দাওয়া

অনলাইন ডেস্ক

প্রাকৃতিক দুর্যোগ, মাইলের পর মাইল শুধু বরফ। সব প্রতিকূলতা কাটিয়ে ২৬ বারের মতো সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে উঠলেন পাসাং দাওয়া নামে নেপালি এক শেরপা। তিনি দ্বিতীয় কোনো ব্যক্তি যিনি এতবার এই শৃঙ্গে উঠলেন।

৪৬ বছর বয়সী এই শেরপা রিতা শেরপার সঙ্গে যুগ্ম ভাবে এই রেকর্ডের অধিকারী হয়েছেন। কামি রিতা শেরপা বর্তমানে ফের মাউন্ট এভারেস্ট অভিযানে গিয়েছেন। এবার ফের যদি তিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করতে পারেন তাহলে নতুন রেকর্ড সৃষ্টি করবেন।

রবিবার দেশটির সরকারের পর্যটন দপ্তরের কর্মকর্তা বিগিয়ান কৈরালা এ তথ্য জানিয়েছেন।
রোববার সকালে হাঙ্গেরিয়ান এক আরোহণকারীর সঙ্গে এভারেস্টের চূড়ায় ওঠেন পাসাং দাওয়া।

প্রতিটি পর্বতারোহী দলের সঙ্গে একজন করে শেরপা গাইড হিসেবে থাকেন। তাদের মধ্যেই অন্যতম পাসাং দাওয়া শেরপা।

দাওয়া ফুতি শেরপা রয়টার্সকে বলেন, তারা এখন চূড়া থেকে নিচে নেমে আসছেন। তারা ভালো আছেন।

তিনি বলেন, নায়লা কিয়ানি নামে পাকিস্তানি এক নারী রোববার এভারেস্টে ওঠেন। এই বছরের আরোহণ ঋতুতে এভারেস্টে ওঠা তিনিই প্রথম কোনো বিদেশি।

১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে প্রথমবার এভারেস্ট চূড়া জয় করেন। এরপরের ৭০ বছরে এই পর্যন্ত ১১ হাজার বার মানুষ এভারেস্টে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights