৩২ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড জিম্বাবুয়ের

অনলাইন ডেস্ক
৩২ বছরের টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৫.২ ওভারে সব উইকেট হারিয়ে ৫৮৬ রান করেছে জিম্বাবুয়ে। যা দেশটির ৩২ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান।

এর আগে জিম্বাবুয়ের সর্বোচ্চ দলীয় রান ছিল ৫৬৩। ২৩ বছর আগে ২০০১ সালে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৫৬৩ রান করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছিল।

তিন ব্যাটারের সেঞ্চুরিতে শুক্রবার সফরকারী আফগানিস্তানের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। শিন উইলিয়ামস ১৫৪, ব্রায়ান বেনেট অপরাজিত ১১০ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ১০৪ রান করেন। এছাড়া স্বাগতিকদের পক্ষে হাফ সেঞ্চুরি করেন বেন কারান।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড শ্রীলংকার। ১৯৯৭ সালে কলম্বোয় ভারতের বিপক্ষে ৬ উইকেটে ৯৫২ রান করেছিলো লংকানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights