৩৯ বছর বয়সী ইনিয়েস্তার নতুন ঠিকানা আরব আমিরাত

অনলাইন ডেস্ক

গুঞ্জন ছিল সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখতে পারেন আন্দ্রেস ইনিয়েস্তা। ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে আবার দেখা হতে পারে বলেও জোর আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার নতুন ঠিকানা সংযুক্ত আরব আমিরাত। রাস আল খাইমাহ শহরের দল এমিরেটস ক্লাবে যোগ দিলেন স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত মঙ্গলবার ইনিয়েস্তাকে স্বাগত জানায় ক্লাবটি। ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চু্ক্তির বিস্তারিত জানানো হয় বুধবার (০৯ আগস্ট) সংবাদ সম্মেলনে। ইউএই প্রো লিগে গত মৌসুমে রানার্স আপ হয়েছিল এই এমিরেটস ক্লাব।

জাপানের ক্লাব ভিসেল কোবেতে ৫ বছর কাটিয়ে থেকে সম্প্রতি বিদায় নেন ইনিয়েস্তা। ২০১৮ সালে বার্সেলোনায় বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনে ভিসেল কোবেতে যোগ দেন তিনি। পরের বছরই প্রথম শিরোপার স্বাদ পান এম্পেরর কাপে। এছাড়াও এফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম আসরেই সেমি-ফাইনালে পৌঁছে যায় ক্লাবটি।
সেই সাফল্যের ধারাবাহিকতা পরে আর থাকেনি। এমনকি এই ক্লাবে শেষটাও নিজের মনমতো করতে পারেননি তিনি। কোচের ভরসা আর পাচ্ছেন না বলে মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন। গত মাসের শুরুতে শেষ ম্যাচটি খেলে বিদায় নেন কান্নাভেজা চোখে।

বার্সেলোনার হয়ে সমৃদ্ধ ক্যারিয়ারে ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩০টি ট্রফি জিতেছেন ইনিয়েস্তা। স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের পাশাপাশি জিতেছেন ২০১০ বিশ্বকাপ শিরোপা। বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করাসহ ক্লাব ও দেশের হয়ে সব সাফল্যেই তার ছিল উল্লেখযোগ্য অবদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights