৪২ বছর বয়সে টি-টোয়েন্টিতে ফিরছেন অ্যান্ডারসন!

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টিকে ভাবা হয় তরুণদের খেলা। কিন্তু জেমস অ্যান্ডারসনের যেন তাতে থোড়াই কেয়ার। ৪২ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন ইংলিশ এই পেসার।

বয়স ৪২ বছর হলেও এই ফরম্যাটে খেলতে সমস্যা দেখছেন না অ্যান্ডারসন। তিনি বলেন, ‘‘আমার শরীর এখনো নিজেকে ৪২ বছর বয়সী মনে করা শুরু করেনি। মনে হয়, জোরে বল করার ক্ষমতা আমার আছে। এটা যত দিন থাকবে, ব্যবহার করব না কেন।’’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়ই তিনি বলেছিলেন, ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন। এবার নিজের পুরনো কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন টেস্টে ৭০৪টি উইকেটের মালিক। তিনি আরও এক বছর ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতাতেও দেখা যাবে তাকে।

ইংল্যান্ডের এই তারকা পেসার জাতীয় দলের জার্সিতে অবসর নেওয়ার পর থেকে তেমন প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। ২৪ বছর আগে ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে অভিষেক হয়েছিল জিমির।

ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকেএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, জিমি অ্যান্ডারসন তাদের সঙ্গে পুরো মৌসুমের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন। আর জিমি এই সিদ্ধান্ত নেওয়ায় তারা আপ্লুত। গত বছরের জুন মাসে ল্যাঙ্কাশায়ারের সাদা জার্সিতে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সাউথপোর্টে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পারফরম্যান্স দেন জিমি। ৩৫ রানে তুলে নেন ৭ উইকেট। এক দশক পর আবার সেই দলের হয়েই টি-টোয়েন্টিতেও প্রত্যাবর্তন হবে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights