৭ দিনের মধ্যে অবৈধ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ জাবি উপাচার্যের

অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক নূরুল আলম আগামী ৭ দিনের মধ্যে হলে অবস্থানরত অবৈধ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন।

আজ বৈধ ও নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আগামী ৭ দিনের মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। আগামীকাল সব হলের প্রভোস্ট নিয়ে মিটিংয়ের মাধ্যমে একটি কমিটি করে এ বিষয়ে সব নির্দেশনা দেওয়া হবে।
এর আগে, সব শিক্ষার্থীর জন্য বৈধ ও নিরাপদ আবাসন নিশ্চিতের লক্ষ্যে সকাল ৯টা থেকে তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিশ্বাবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

তাদের তিন দফা হলো- গণরুম-মিনি গণরুম উচ্ছেদ করে সব বৈধ ও নিয়মিত শিক্ষার্থীর সিট-পড়ার টেবিল-চেয়ার নিশ্চিত করতে হবে, অবিলম্বে সবগুলো নতুন হল খুলে দিয়ে কৃত্রিম আবাসন সংকটের অবসান করতে হবে, হলে হলে আসন বণ্টন ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব প্রসাশনকে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights