৭ মার্চ উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের আলোচনা সভা
মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স প্রতিনিধি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অদূরে ক্যাথসীমার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সভা হয়।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি ফয়সাল ইকবাল হাশমী, মন্জুরুল হাছান সেলিম, যুগ্ম সম্পাদক মোস্তাফা হাসান, ফয়সাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, যুবনেতা কামরুল হোসেন সেলিম প্রমুখ।
সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সভাপতি এম এ কাশেম বলেন, ‘মার্চ মাস বাঙালি জাতির ইতিহাসের একটা বিশাল অংশজুড়ে আছে। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। জাতির পিতার ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বও সেদিন থেকে শুরু হয়। বঙ্গবন্ধুর ভাষণে দেওয়া নির্দেশেই সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয়মাস মরণপণ যুদ্ধ করে বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে।’