৮ বছর পর ইরানিদের ওমরাহ পালনের সুযোগ দিল সৌদি

অনলাইন ডেস্ক

নানা চড়াই-উৎরাই শেষে ৮ বছর পর ইরানিদের ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি আরব। ডিসেম্বরের ১৯ তারিখ থেকে এই সুযোগ চালু হবে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।

এই ঘোষণার মাধ্যমে দুই বৈরি দেশের মধ্যে সম্পর্ক আবারও স্বাভাবিক হতে শুরু করেছে বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা।

ইরানের আধা-সরকারি গণমাধ্যম এজেন্সি ফারসের প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির ১০টি বিমানবন্দর থেকে ইরানের নাগরিকদেরকে ওমরাহের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র মক্কা শহরে বিমান ছেড়ে যাবে। আর ইরানের ওমরাহ পালনকারীদেরকে নিয়ে প্রথম বিমান যাত্রা শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে।
২০১৬ সালে এক শিয়া ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করার পর সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরান। ফারসের তথ্যানুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ৭০ হাজার ইরানি ওমরাহ পালন করবেন বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights