রাজধানীতে ফিল্মি স্টাইলে যুবককে উঠিয়ে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী সেগুনবাগিচা এলাকায় ফিল্মি স্টাইলে এক যুবককে উঠিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মহানগর গোয়েন্দা পুলিশ রাত সাড়ে দশটা পর্যন্ত ওই এলাকার বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ২ টার দিকে সেগুনবাগিচা ভোজ রেস্টুরেন্টের সামনে একটি সাদা মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি কালো প্রাইভেট কারের গতিরোধ করে। মুহূর্তের মধ্যেই মাইক্রোবাস থেকে শট গান হাতে থাকা ব্যক্তিরা প্রাইভেটকার থেকে একজন যুবককে দ্রুত তুলে নিয়ে স্থান ত্যাগ করে।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সিসিটিভি টিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি।