লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের স্থগিতাদেশ প্রত্যাহার

লক্ষ্মীপুর প্রতিনিধি

সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টানা দেড় মাস নিষিদ্ধ থাকার পর লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ক্ষমা প্রার্থনায় এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুল হক আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, অসাংগঠনিক ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তাদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেই। এর মাঝে সাংগঠনিক কার্যক্রমেও স্থগিতাদেশ দেই। নির্ধারিত সময়ের ভেতরে তারা সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে না বলেও তারা অঙ্গীকারনামা দেয়।

এর আগে, সোমবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। দলটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়েছে, সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করে কেন্দ্রীয় কমিটি। একই সাথে জেলা কমিটির সভাপতি-সম্পাদককে শোকজ করা হয়। পরবর্তী সময়ে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জেলা শাখার সভাপতি বেলায়েত হোসেন বেলাল এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সাংগঠনিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল।

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি একটি কমিটি গঠনকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রে অভিযোগ পাঠায়। কেন্দ্রীয় কমিটি বিষয়টি আমলে নিয়ে স্থগিতাদেশ দেয়। পরে আমরা ক্ষমা চাইলে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে তিন বছরের জন্য লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি করা হয়। ১২১ সদস্যের এ কমিটিতে বেলায়েত হোসেন বেলালকে সভাপতি ও মাহবুব ইমতিয়াজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সে কমিটি এখন সাত বছর মেয়াদ পার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights