‘চট্টগ্রামের রোগীরা চট্টগ্রামেই চিকিৎসা নেবে’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. এনএএম মোমেনুজ্জামান বলেছেন, বর্তমানে চট্টগ্রামে ছয়টি সেন্টারে হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা হয়। এক সময় চট্টগ্রামে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা স্বপ্ন ছিল। আমরা মনে করি, সেই কঠিন সময় পার করে ফেলেছি। এখন চট্টগ্রামের হৃদরোগীরা চট্টগ্রামের চিকিৎসা নেবে। বর্তমানে আমরা সে পর্যায়ে এসে গেছি।
আজ রাতে নগরের রেডিসন ব্লু হলে বেসরকারি চিকিৎসা কেন্দ্র সিএসসিআর এর বিশেষায়িত কার্ডিয়াক সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিএসসিআর কার্ডিয়াক’র ব্যবস্থাপনা অংশীদার ডা. জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. কায়সার নসরুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, সিএসসিআর’র চেয়ারম্যান অধ্যাপক ডা. মুলকুতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ডা. একরামুল হক, সিএসসিআর কার্ডিয়াক ক্যাথল্যাব ডাইরেক্টর ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।
ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা. নূর উদ্দিন তারেক প্রমুখ।