দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোমবার সকাল থেকে বাসুনিয়াপট্টির পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের নেতারা আল কায়েদার মতো স্টাইলে কর্মসূচি ঘোষণা দিয়ে গা ঢাকা দিচ্ছেন। সারাদেশে জনগণের আয়-রোজগারের পথ বন্ধ করে রেখেছে দলটি। তারা জনগণের জীবন-জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে। এই বিএনপি-জামায়াত দেশের উন্নয়নকে রুখে দিতে চায়।
আয়োজিত চলমান শান্তি ও উন্নয়ন সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ফরিদুুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা।