মারাকানায় ওতামেন্ডির গোলে এগিয়ে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার (২২ নভেম্বর) প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৬৩ মিনিটে লো সেলসোর নেয়া কর্নার থেকে হেড করে গোল করে দলকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্ডি। বল ঠেকাতে ব্যর্থ হন অ্যালিসন।
প্রথম হাফে অগোছালো ফুটবলের পর দ্বিতীয় হাফেও মাঝ মাঠেই ঘুরপাক খাচ্ছিল বল। প্রথম হাফের পর, দ্বিতীয় হাফেও আক্রমণ করতে ব্যর্থ হয়েছে ব্রাজিল।
তবে আর্জেন্টিনা দ্বিতীয় হাফে নিজেদের গুছিয়ে নিয়ে গোলের জন্য বারবার সুযোগ তৈরি করছিলো। শেষ পর্যন্ত কর্নার থেকে গোলটি আসে তাদের।
এদিকে ম্যাচ শুরুর আগে দুই দলের সমর্থকদের মাঝে মারামারি বেঁধে যায়। যার কারণে ম্যাচটি শুরু হতে আধা ঘণ্টা দেরি হয়। প্রথম হাফে ১৬টি ফাউল করে ব্রাজিলের ফুটবলাররা।