প্রধানমন্ত্রীর শীতবস্ত্র পেলো ফেনী পৌর এলাকার চার হাজার মানুষ
ফেনী প্রতিনিধি
ফেনী পৌর এলাকার গরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ফেনী ০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী মাস্টার পাড়াস্থ তার বাসবভবনের সামনে পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিনিধিদের মাধ্যমে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় তিনি জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কম্বলগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো দল মত না দেখে সত্যিকারের শীতার্তদের মাঝে পৌঁছে দিতে হবে ।
বিতরণ কার্যক্রমে ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, প্যানেল মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।